
রাজগঞ্জে নির্যাতিতা দুই বোনের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিএম ও বিজেপির যুব মোর্চার নেতৃত্ব
বুধবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য এবং সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়। এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির যুব মোর্চার সদস্যরাও।
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজগঞ্জে আদিবাসী পরিবারের নাবালিকা দুই বোনকে গণধর্ষণে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হলেও দু’জন এখনও ফেরার। তাঁদের গ্রেফতারের দাবি জোরদার হচ্ছে রাজগঞ্জের নবগ্রামে।
বুধবার নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য এবং সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়। নির্যাতিতার পরিবার উপযুক্ত বিচার না পেলে বিষয়টি নিয়ে তাঁরা আদিবাসী কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য।
এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। পলাতক দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।
পুলিশ সুত্রে জানা গেছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা এখন আগের চেয়ে সুস্থ রয়েছে। গত শুক্রবার রাজগঞ্জের নবগ্রাম এলাকার এক ক্ষুদ্র চা বাগানের কর্মীর দুই মেয়ে তাদের কাকার বাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলের পর বাড়ি ফেরার পথে তাদের রাস্তা আটকায় পাশের গ্রামের কিছু যুবক। এরপর তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে তারা বাড়ি ফেরে। এরপর সামাজিক লজ্জায় রবিবার রাতে দুই বোন একসঙ্গে কীটনাশক খায়।
মেঝেতে পড়ে তাদের কাতরাতে দেখে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে দুই বোনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সোমবার রাতে মারা যান ১৬ বছরের এক কিশোরী।
এই ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় রাজগঞ্জের সন্নাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। ডিএসপি (ক্রাইম) প্রদীপ সরকারের নেতৃত্বে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনার দিন ঠিক কী কী হয়েছিল বিস্তারিত খোঁজ নেন। এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা দুই নাবালিকার পরিবার। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।