
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুরি যাওয়ার পাঁচদিনের মধ্যে অঙ্কের শিক্ষকের স্বর্ণপদক উদ্ধার করল পান্ডুয়া থানার পুলিশ।
গত ২৯ নভেম্বর পান্ডুয়ার সিমলাগড় শিরিষতলা এলাকায় শিক্ষক রজতরঞ্জন ঘোষালের বাড়ি থেকে নগদ টাকা ও রাষ্ট্রপতি পুরস্কারের স্বর্ণপদক চুরি যায়। ঘটনার তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্তে নেমে সিমলাগর মাঠপাড়া এলাকা থেকে শেখ তাকবির, শেখ নাসিরুল ও শেখ ফুলচাঁদকে গ্রেফতার করে। তাদের পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে থাকে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় স্বর্ণপদক।
পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় ১১ জন দুষ্কৃতীকে আটক করে চলে জেরা। পরে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত ফুলচাঁদ ও নাসিরুল এর বাড়ি থেকে উদ্ধার হয় স্বর্ণপদক।
অঙ্কের শিক্ষকের বাড়ি থেকে রাষ্ট্রপতি পদক খোয়া যাওয়ার পর দোষীদের গ্রেফতারের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিল বিজেপি। অবশেষে শিক্ষকের বাড়িতে চুরির পাঁচদিনের মধ্যেই কিনারা করে রাষ্ট্রপতি পুরষ্কার উদ্ধার করল পুলিশ।