
কাউন্সেলিংয়ের দাবি নিয়ে জলপাইগুড়িতে পথ অবরোধ টেট উত্তীর্ণদের
এসএমএস করে যাঁদের ডাকা হয়েছে তাঁদের সবার কাউন্সেলিং জলপাইগুড়িতেই করতে হবে এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুর থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দফতরের সামনে থাকা শহরের প্রধান রাস্তা ডিবিসি রোড অবরোধ করে রেখেছিল টেট উত্তীর্ণরা। সন্ধ্যা গড়াতেই ওই দফতরের প্রধান গেটে তালা ঝোলালেন তাঁরা।
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দিনভর রাস্তা অবরোধের পর এবার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের দফতরে তালা ঝোলালো টেট উত্তীর্ণরা। তুমুল উত্তেজনা জলপাইগুড়িতে।
এসএমএস করে যাঁদের ডাকা হয়েছে তাঁদের সবার কাউন্সেলিং জলপাইগুড়িতেই করতে হবে এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুর থেকে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দফতরের সামনে থাকা শহরের প্রধান রাস্তা ডিবিসি রোড অবরোধ করে রেখেছিল টেট উত্তীর্ণরা। সন্ধ্যা গড়াতেই ওই দফতরের প্রধান গেটে তালা ঝোলালেন তাঁরা। সাত ঘন্টারও বেশি সময় ধরে চলছে টানা পথ অবরোধ। ঘটনায় হয়রানির শিকার শহরের বাসিন্দারা। ঘটনাস্থলে সকাল থেকে উপস্থিত জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তাদের সামনেই অবরোধ চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা। কোলে ছোট বাচ্চা নিয়েও বহু মহিলাকে আন্দোলনে সামিল হতে দেখা গেছে।
আন্দোলনকারীদের অভিযোগ, জলপাইগুড়িতে প্রায় ছশো টেট উত্তীর্ণকে ডাকা হয়েছে। কিন্তু বৃহস্পতিবার বেলার দিকে কাউন্সেলিংএ ডাকা হয় মাত্র দুশো জনকে। বাকিদের ফের অন্যদিন ডাকা হবে বলে জানিয়ে দেওয়া হয়। আর এতেই আগুনে ঘি পড়ে। ছশো জনকে ডেকে কেন দুশো জনকে কাউন্সেলিং ডাকা হল, সেই প্রশ্ন তুলে ফুঁসে ওঠেন সবাই। একসঙ্গে কাউন্সেলিং করে স্কুলে জয়েন করাতে হবে এই দাবি তুলে শুরু হয় আন্দোলন।
ঘটনায় প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ইন চার্জ মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘আমাদের কাছে প্রাথমিক শিক্ষা দফতর থেকে যাঁদের নামের তালিকা পাঠানো হয়েছে দু’দিন ধরে আমরা তাদের কাউন্সেলিং করলাম। রাতেই তাদের নিয়োগপত্র দেওয়া হবে। বাকিদের কলকাতায় সেন্ট্রাল কাউন্সেলিং করা হবে বলে আমাদের কাছে বোর্ড থেকে নির্দেশ এসেছে। আমরা তাদের সেই নোটিশের বিষয়টি জানিয়েছি। তাঁরা দাবি করছে, অন্যান্যদের মতো তাদেরকেও জলপাইগুড়িতে কাউন্সিলিং করতে হবে। আমি তাদের দাবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি। এখন কী নির্দেশ আসে তা দেখার।’’ তবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এরা এসএমএস পাবার পর এখানে এসেছে তাই এদের এখানে কাউন্সেলিং হলে ভালোই হয় বলে জানান তিনি।
টেট উত্তীর্ণদের সাফ বক্তব্য যতক্ষণ না তাঁদের কাউন্সেলিং হচ্ছে তাঁরা অবরোধ তুলবেন না।