
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সাতসকালে গৃহস্থবাড়িতে ঢুকে মহিলাদের গলায় ছুরি ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ভাতারে। শনিবার সকাল ৯ টা নাগাদ ভাতার থানার বলগোনা বাজার এলাকায় ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। তারা ১৩ ভরি সোনার গয়না ও নগদ ৪৫ হাজার টাকা লুঠ করে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বলগোনা বাজারে স্টেশনারি সহ দশকর্মা দোকান রয়েছে অশোক দের। এদিন সকালে তিনি রোজকার মতন বাড়ি থেকে বেরিয়ে দোকানে চলে যান। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী কল্পনাদেবী এবং শাশুড়ি ওড়ম্বা বিশ্বাস। কল্পনাদেবী জানান, তাঁর মা ওড়ম্বাদেবী তখন দোতলায় ছিলেন। হঠাৎ তাঁর মায়ের চিৎকার শুনতে পান। তিনি একতলা থেকে দোতলায় গিয়ে দেখেন দুষ্কৃতীরা মুখঢাকা অবস্থায় মা ওড়ম্বা দেবীর গলায় ধারালো ছুরি ধরে রয়েছে। কল্পনাদেবী বলেন, ‘‘মাকে ওই অবস্থায় দেখে আমি চিৎকার করতে চেষ্টা করি। তখন এক দুষ্কৃতী আমার গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয়। আলমারির চাবি দিতে বলে। প্রাণ বাঁচাতে আমি চাবি বের করে দিই। তারপর আলমারি থেকে যাবতীয় সোনার গহনা ও টাকাপয়সা বের করে নিয়ে চম্পট দেয়।’’
অশোকবাবু জানান, বাড়িতে রঙের কাজ হওয়ায় তিনি নগদ বেশ কিছু টাকা রেখেছিলেন। এছাড়া গৃহদেবতার গয়না আলমারিতেই থাকত। শুধু উৎসবের সময় বিগ্রহকে পড়ানো হত। ওই সমস্ত গহনা ও নগদ সহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা ডাকাতি করে পালিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন অশোকবাবু।
গৃহস্থের ধারণা, বাড়ির ছাদ বেয়ে উপরে উঠে আসে ওই দুষ্কৃতীরা। তারা সংখ্যায় তিনজন ছিল বলে জানা গেছে। ভাতার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।