
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল হাওড়ায়। গত রাত থেকে নিখোঁজ ছিলেন প্রেয়শ্রী ঘোষ(১৬) নামে ওই স্কুল ছাত্রী। বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেনের কাছে একটি পুকুর থেকে তার দেহ মেলে। শরীরে মিলেছে বেশ কিছু আঘাতের চিহ্ন।
সাঁতরাগাছি থানা এলাকার দক্ষিণ বাকসারার দক্ষিণ পাল পাড়ার বাসিন্দা ছিল প্রেয়সী। জানা গেছে, বুধবার রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তাঁর বাবা অশোক ঘোষ জানান, রাত সাড়ে এগারোটা নাগাদ ঘুম ভেঙে যাওয়ার পর মেয়েকে ঘরে দেখতে পাননি তিনি। তখনই স্ত্রীকে ডেকে তোলেন। কিন্তু সারারাত অপেক্ষার পরেও মেয়ে ঘরে আসেনি। ভোরবেলা প্রতিবেশীদের ডেকে গোটা ঘটনা জানান। সবাই মিলে খোঁজখবর শুরু করে। পুলিশেও খবর দেওয়া হয়।
বৃহস্পতিবার একটু বেলা বাড়লে তাঁদের বাড়ি থেকে কিছুটা দূরে বোটানিক্যাল গার্ডেনের কাছে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। তাদের বাড়ি সাঁতরাগাছি এলাকায় হলেও দেহ মেলে বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রেয়শ্রীর বাড়ির লোকেদের অভিযোগ, তাকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তার মোবাইল ফোনও পাওয়া যায়নি। তাঁরা বলেন, ‘‘কোচিং সেন্টারের কয়েকজন বন্ধুর সঙ্গে সবসময় ঘুরে বেড়াতো প্রেয়শ্রী। যখন তখন তাকে ফোন করে ডেকে নিয়ে যেত তারা। এ দিন রাতেও সবাই ঘুমিয়ে পড়লে তারাই তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। দরজায় তালা থাকায় পাঁটিল টপকে সে বাইরে বের হয়।’’
প্রেয়শ্রীর দুই বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তার পরিবার। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।