
মাঠে কাজ করার সময় রায়গঞ্জে বাজ পড়ে মৃত্যু তিন মহিলার, জখম ১২ জন
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। জানা গেছে, মৃতদের নাম শোভা বর্মন(৩০), মান্ডা বর্মন(৫০) ও চম্পা বর্মন(৩০)। এদের প্রত্যেকেরই বাড়ি নুনিয়া গ্রামে। ময়নাতদন্তের জন্য এদের মৃতদেহ নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: জমিতে কাজ করছিলেন প্রতিদিনের মতোই। হঠাই আকাশ ভেঙে নামে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। ঘটনাস্থলেই মৃত্যু হল তিন মহিলার। গুরুতর আহত আরও ১২ জন। তাঁদের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। জানা গেছে, মৃতদের নাম শোভা বর্মন(৩০), মান্ডা বর্মন(৫০) ও চম্পা বর্মন(৩০)। এদের প্রত্যেকেরই বাড়ি নুনিয়া গ্রামে। ময়নাতদন্তের জন্য এদের মৃতদেহ নিয়ে আসা হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে জমিতে ধানের চারা রোপনের কাজ করছিলেন প্রায় ৩৫ জন। বর্ষার মরসুম এলেই শুরু হয় চারা বসানোর কাজ। দুপুর নাগাদ আচমকাই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কোকরাটুলির নুনিয়া গ্রামের ওই জমিতে বাজ পরে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মনের। বজ্রপাতে গুরুতর জখম হন আর ১০-১২ জন।
সবাইকে তড়িঘড়ি মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা শোভা, মান্ডা ও চম্পাকে মৃত বলে ঘোষণা করেন। অকস্মাৎ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধনীরাম বর্মন নামে এক গ্রামবাসী বলেন, ‘‘জমিতে ধানের চারা বসাচ্ছিলাম আমরা প্রায় ৩৫ জন। সেই সময় বৃষ্টি নামে। বাজও পড়ছিল খুব। হঠাৎ আমরা যে মাঠে কাজ করছিলাম সেখানেই বাজ পড়ে। বিকট আওয়াজে সবাই চমকে উঠি। অনেকেই পড়ে যান। এরপরেই গ্রামের লোকজন ছুটে আসেন। সবাইকে মহারাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।’’
বজ্রপাতে একই গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।