
কোভিডের টিকা নিয়ে অসুস্থ তিন স্বাস্থ্যকর্মী, দুর্গাপুরে বন্ধ রাখা হল টিকাদান
টিকা নিয়ে তিনজন অসুস্থ হওয়ার খবর আসতেই আপাতত টিকাকরণ বন্ধ করে দেওয়া হল দুর্গাপুরে। নগর নিগম এলাকার সৃজনী প্রেক্ষাগৃহে চলছিল টিকাকরণ। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) রাখি তিওয়ারি জানান, তিনজন অসুস্থ হয়ে পড়েছেন জানার পরেই টিকাকরণ কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কোভিডের টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিন স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর নগর নিগমের সৃজনী প্রেক্ষাগৃহে এদিন নগর নিগমের স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে টিকা নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনজন। তাঁদের মধ্যে দুজন দীপা গড়াই ও পূর্ণিমা হাজরাকে দুর্গাপুর মহকুমা হাসাপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। টিকা নেওয়ার পরেই তাঁদের শ্বাসকষ্টের সমস্যা হয় বলে জানা গেছে। তিনজনের মধ্যে দুজনের সমস্যা হয় বেশি। তাই সঙ্গে সঙ্গে তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
দীপাদেবীর স্বামী দুর্গাপদ গড়াই জানান, তাঁর স্ত্রী কুড়িয়াডাঙা হেলথ সেন্টারের কর্মী। এ দিন টিকা দেওয়ার পরেই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে আসা হয় আরও এক পুরস্বাস্থ্যকর্মী পূর্ণিমা হাজরাকেও। হাসাপাতালেও সিসিইউতে চিকিৎসা চলছে তাঁদের। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বিমান মণ্ডল জানান, সৃজনীতে ভ্যাকসিন নেওয়ার পর শ্বাসকষ্ট হওয়ায় দুজনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। আপাতত অবস্থা স্থিতিশীল।
টিকা নিয়ে তিনজন অসুস্থ হওয়ার খবর আসতেই আপাতত টিকাকরণ বন্ধ করে দেওয়া হল দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ (স্বাস্থ্য) রাখি তিওয়ারি জানান, তিনজন অসুস্থ হয়ে পড়েছেন জানার পরেই টিকাকরণ কর্মসূচি আপাতত বন্ধ রাখা হয়েছে।

দুর্গাপুর পৌরনিগমের স্বাস্থ্য দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, প্রথম দিন ৫৫ জন, দ্বিতীয় দিন ১১৯ এবং আজ ১০০ জনকে টিকা দেবার কর্মসূচি ছিল। কিন্তু আজ মাত্র ৩১ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।