
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হল বেলুড়। দফায় দফায় বোমাবাজি। চলল গুলিও। দু’পক্ষের প্রায় পাঁচজন জখম হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। চলছে পুলিশের টহল।
শুক্রবার রাতে বেলুড়ের মাতোয়ালা চৌরাস্তায় বিজেপির কর্মী সমর্থকরা পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয় দু’পক্ষের বচসা। তবে তখনকার মতো পরিস্থিতি সামাল দেওয়া হয়। শনিবার সকাল থেকে ফের শুরু হয় অশান্তি। বিজেপির অভিযোগ, শুক্রবারের ঘটনার জেরে শনিবার সকালে তাদের কর্মী সমর্থকদের উপর তৃণমূলের কর্মীরা চড়াও হয়। ব্যাপক মারধর করা হয় তাঁদের। তাই নিয়েই অশান্ত হয়ে ওঠে এলাকা।
মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। গুলি চলে বলেও অভিযোগ। তাতে জখম হন দু’পক্ষের বেশ কয়েকজন। তাঁদের মধ্যে প্রমোদ দুবে নামে এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর। তাঁর পায়ে গুলি লাগে। হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দু’দলের তুমুল অশান্তিতে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দোকানপাট। জিটি রোডে যান চলাচলও বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র্যাফ। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘শুক্রবার রাতে আমাদের কর্মী সমর্থকরা মাতোয়ালা চৌরাস্তায় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কর্মীরা এসে বাধা দেয়। আমাদের কর্মীদের ব্যাপক মারধর করা হয়। আজ সকাল থেকে ফের শুরু হয় গন্ডগোল। ওরা আমাদের কর্মীদের লক্ষ্য করে বোমা মারে। গুলিও চালায়। আমাদের এক কর্মীর অবস্থা গুরুতর। পায়ের তলার মাটি আলগা হয়েছে বুঝতে পেরেই রাজ্যজুড়েই তৃণণূল কর্মীদের উপর আক্রমণ শানাচ্ছে ওরা।’’
তৃণমূলের স্থানীয় নেতা কৈলাশ মিশ্রের দাবি, বিজেপির কর্মীরাই তাঁদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘‘ভোট এসে গেছে। উন্নয়নের কাছে দাঁড়াতে পারবে না জেনেই সন্ত্রাসের পথ নিচ্ছে বিজেপি। এখানেও আমাদের কর্মীরাই আক্রান্ত হয়েছেন। মানুষ সব বুঝতে পারছেন। ভোটে সব জবাব দেবেন।’’