
প্রধানমন্ত্রীর জন্য কাটা হয়েছে গাছ, অভিযোগ তুলে ডানলপ মাঠে বৃক্ষরোপণ তৃণমূলের
তৃণমূল বিধায়ক অসিতবাবু বলেন, “পরিবেশ দফতরের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেছে বিজেপি। ফলে পরিবেশ নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান পরিবেশ রক্ষা হোক। তাই ডানলপ মাঠে বৃক্ষরোপন করছি। বিজেপি ধ্বংস করেছে। আমরা সৃষ্টি করছি। পরিবেশ দফতরের কাছে অনুমতি না নিয়ে গাছ কাটার জন্য বিজেপিকে নোটিশ দেওয়ার আবেদন করব।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ‘মোদী এলে ধ্বংস’, ‘দিদি এলে সৃষ্টি’, এই পোস্টারকে সামনে রেখে মঙ্গলবার সাহাগঞ্জের ডানলপ ময়দানে বৃক্ষরোপণ করল তৃণমূল। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হল এই বৃক্ষরোপণ।
সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্য হেলিপ্যাড তৈরি করতে বহু পুরনো ২০ টিরও বেশি বহু মূল্যবান গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ। গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে। সেই কারণে হেলিপ্যাড যেখানে তৈরি হয়েছিল আজ ওই এলাকায় বৃক্ষরোপণ করল তৃণমূল কর্মীরা।
তৃণমূল বিধায়ক অসিতবাবু বলেন, “পরিবেশ দফতরের অনুমতি ছাড়াই গাছ কেটে ফেলেছে বিজেপি। ফলে পরিবেশ নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান পরিবেশ রক্ষা হোক। তাই ডানলপ মাঠে বৃক্ষরোপন করছি। বিজেপি ধ্বংস করেছে। আমরা সৃষ্টি করছি। পরিবেশ দফতরের কাছে অনুমতি না নিয়ে গাছ কাটার জন্য বিজেপিকে নোটিশ দেওয়ার আবেদন করব।
যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি যুব মোর্চার নেতা সুরেশ সাউ। তিনি বলেন, “তৃণমূল সবেতেই রাজনীতি করে। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য নিরাপত্তার স্বার্থে গাছের ডাল ছাঁটাই হয়েছিল কিন্তু কোনও রকম গাছ কাটা হয়নি। ওরা ছাঁটাই আর কাটাই এর মধ্যে ফারাক বোঝে না। ভাবছে এমন ভাবে রাজনীতি করে ২০২১ শে আবার ফিরবে। ওরা মুর্খের স্বর্গে বাস করছে।”
মঙ্গলবার সাহাগঞ্জের ডানলপ মাঠে সভা করেছেন নরেন্দ্র মোদী। এই মাঠেই বুধবার সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই মহারথীর সভা ঘিরে আগে থেকেই তেতে রয়েছে এলাকার রাজনীতি। দু’দলের মাঠ পরিদর্শন থেকেই তার ইঙ্গিত মিলেছে। শুরু হয়েছিল স্লোগান যুদ্ধ। প্রধানমন্ত্রীর সভা শেষ হয়েছে। এ বার মুখ্যমন্ত্রীর সভা। গাছ কাটা নিয়ে উত্তাপ বাড়ল আরও।