
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: উপপ্রধানের ভাইকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। মাথা ফুঁড়ে চলে যায় সেই গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবর শেখ (৪০) নামে ওই ব্যক্তির।
তৃণমূল পরিচালিত বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তিনি জানান, মঙ্গলবার রাতে গ্রামের কবরস্থানের কাছে তাঁরা দুই ভাই দাঁড়িয়েছিলেন। সঙ্গে ছিলেন অন্য অনুগামীরা। কিছুক্ষণ পরে তিনি বাড়ি ফিরে আসেন। তাঁর দাদা তাঁকে বলেন, একটু পরে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি শুনতে পান তাঁর দাদাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। ভাদু শেখ বলেন, ‘‘আমি ছুটে ছুটে কবরস্থানের কাছে যাই। গিয়ে দেখি মোটরবাইকের উপরেই পড়ে আছেন আমার দাদা। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গা।’’
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভাদু শেখ জানান, তাঁর দাদা তৃণমূল কংগ্রেসের কোনও পদে না থাকলেও, তিনি দলের একজন সমর্থক ছিলেন। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। এখন অনেকেই নব্য বিজেপি হয়েছে। তাদের কেউও এই ঘটনা ঘটাতে পারে।’’
তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।
