
শিলিগুড়িতে এটিএম লুঠের আগেই পুলিশের জালে এক সেনাকর্মী-সহ দুজন
বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তদন্তকারী আধিকারিকরা জানান, ধৃত দুজনের কাছ থেকে এটিএম মেশিন কাটার যন্ত্র, একটি কালো রঙের স্প্রে উদ্ধার করা হয়েছে। এই স্প্রে ব্যবহার করে এটিএমের ভিতর সিসি ক্যামেরার কাচ তারা কালো করে দিত বলে অনুমান।
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের এটিএম লুঠের চেষ্টা। এবার পুলিশের জালে এক সেনাকর্মী। দেশবন্ধুপাড়ায় ওই সেনাকর্মী ও তার এক সাগরেদ এটিএম লুঠের চেষ্টা করে বলে অভিযোগ। ধৃত রাহুল ও প্রবীণ কুমার দুজনেই হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে দেশবন্ধুপাড়ার হিমাচল সঙ্ঘের কাছে একটি এটিএমে তাদের ঢুকতে দেখেছিলেন এলাকার মানুষ। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসী ওই দুজনকে ধরে জেরা করতে শুরু করে। তখন তারা নিজেদের ব্যাঙ্কের লোক পরিচয় দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বারবার এটিএম লুঠের ঘটনা সামনে আসায় সতর্ক ছিলেন স্থানীয় বাসিন্দারা।
সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তারা। শিলিগুড়ি থানার পুলিশ এসে সব শুনে ওই দুষ্কৃতীদের খোঁজ শুরু করে। হাসমিচকের কাছে ওই দুষ্কৃতীদের খোঁজ মেলে। পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি।
বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তদন্তকারী আধিকারিকরা জানান, ধৃত দুজনের কাছ থেকে এটিএম মেশিন কাটার যন্ত্র, একটি কালো রঙের স্প্রে উদ্ধার করা হয়েছে। এই স্প্রে ব্যবহার করে এটিএমের ভিতর সিসি ক্যামেরার কাচ তারা কালো করে দিত বলে অনুমান। যাতে তাদের অপকর্ম পুলিশের কাছে আড়াল করা যায়। ধৃত সেনাকর্মীর সম্পর্কে সেনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সম্প্রতি শিলিগুড়িতে আরও দু’টি এটিএমে হামলার চেষ্টা হয়। সেই ঘটনার সঙ্গে ধৃতদের যোগও খতিয়ে দেখছে পুলিশ।