
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বন্ধুদের সঙ্গে নিয়ে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ। আর এই গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম আউশগ্রাম।
মেলা থেকে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। পথে তাঁর জামাই তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর জামাই আরও দুই বন্ধুকে জুটিয়ে নদীর চরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। মহিলার বাড়ি দেবশালা রাঙাখোলা এলাকায়। তার মেয়ের বিয়ে হয়েছে অমরপুর গ্রামে।
পুলিশসূত্রে জানা গেছে, ভাতকুন্ডার মেলা থেকে ফেরার পথে ওই মহিলার জামাই তাঁকে নিজের বাড়ি নিয়ে যেতে চান। মেয়ের বাড়ির পথে রওনা দেওয়ার পরেই দুই বন্ধুকে ডেকে এনে নদীর চরে ধর্ষণ করে। নিগৃহীতা মহিলা গত রাতেই ছোঁড়া ফাড়িতে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তাদের গ্রেফতার করে। তারা অমরপুর এলাকায় গা ঢাকা দিয়েছিল।
নির্যাতিতা ওই মহিলা জানান, নাতনির অসুখের নাম করে তাঁকে মেয়ের বাড়ি যেতে বলেছিল তাঁর জামাই। তাই তিনি রওনা হয়েছিলেন পথের মাঝে নদীর চরে তিন বন্ধু তাঁকে প্রচণ্ড মারধর করে। এরপর তাকে ধর্ষণ করে ওই তিনজন মিলে। ধৃত তিনজনকেই বুধবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। নিগৃহীতার ডাক্তারি পরীক্ষা করা হবে।
সপ্তাহ দুয়েক আগে আউশগ্রামের শোকাডাঙায় দুই নাবালিকাকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে পাঁচজন ধর্ষণ করে। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আউশগ্রামে গণধর্ষণের ঘটনা। ডিএসপি ডিএনটি অরিজিৎ পাল চৌধুরী বলেন অভিযোগ পাবার পরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়।