
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাগে অন্ধ হয়ে ধারাল অস্ত্রের কোপে এক বৃদ্ধের ধর থেকে মাথা আলাদা করে ফেলল এক যুবক। ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বীরভূমের মল্লারপুরে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। নৃশংস এই হত্যাকাণ্ডের পরেই গা ঢাকা দিয়েছে ওই যুবক। তার খোঁজে আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সুকুমার বায়েন (৬৮)।
মঙ্গলবার দুপুরে মল্লারপুর থানার কালিতোর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গ্রামের বেশ কয়েকজন রাখাল বালক গরু ছাগল চড়াতে বেরিয়েছিল। এই সময় অভিযুক্ত বিশ্বজিৎ বায়েনের সবজি খেতে কিছু গরু ছাগল ঢুকে পড়ে। খেতের সবজি নষ্ট হচ্ছে দেখে রাগে দিশেহারা হয়ে যায় বিশ্বজিৎ। অভিযোগ, গরু চড়াতে যাওয়া ওই বালকদের মারধর শুরু করে সে। ছোটদের মারধর করতে দেখে প্রতিবাদ করেন সুকুমারবাবু। সেই আক্রোশে বিশ্বজিৎ ওই বালকদের ছেড়ে সুকুমারবাবুর উপর চড়াও হয় বলে অভিযোগ। সুকুমারবাহবুর গলাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সঙ্গে সঙ্গে দেহ থেকে মুন্ডচ্ছেদ হয়ে যায় সুকুমারবাবুর।
উপস্থিত কিশোরদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিশ্বজিৎ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ।
পুলিশ আধিকারিকরা জানান, অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আচমকা রাগের বশে এমন কাণ্ড না পুরনো শত্রুতা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
