
ব্যাঙ্কের ভল্ট ভাঙতে ঢুকে ভয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, পুলিশ নিয়ে ভর্তি করল হাসপাতালে
তেহট্ট থানার তরুণীপুর এর একটি সমবায় ব্যাঙ্কে রাতের অন্ধকারে চুরি করতে ঢুকেছিল ওই চোর। বিষয়টি নজরে আসে এক সিভিক ভলান্টিয়ারের। রাত বারোটা নাগাদ ব্যাঙ্কের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছিলেন কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার। সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: গভীর রাতে ব্যাঙ্কের মধ্যে চুরি করতে ঢুকেছিল চোর। কিন্তু ধরা পড়ার ভয়ে পরে ব্যাঙ্কের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু কোনওভাবে দড়ি ছিঁড়ে নীচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেহট্ট থানার তরুণীপুর এর একটি সমবায় ব্যাঙ্কে রাতের অন্ধকারে চুরি করতে ঢুকেছিল ওই চোর। বিষয়টি নজরে আসে এক সিভিক ভলান্টিয়ারের। রাত বারোটা নাগাদ ব্যাঙ্কের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছিলেন কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার। সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করেন তিনি। এরপর স্থানীয় লোকজনকে নিয়ে ব্যাঙ্কের ভেতরে ঢুকে লকারের সামনে ওই যুবককে পড়ে থাকতে দেখেন তাঁরা।
এদিকে ব্যাঙ্কের ভিতরে ততক্ষণে লকার ভাঙা হয়ে গেছে ওই দুষ্কৃতীদের। কিন্তু বাইরে সবাই টের পেয়ে গেছে বুঝতে পেরেই পালিয়ে যায় দলের অন্য সদস্যরা। পালাতে না পেরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে আলতাব মণ্ডল নামের ওই যুবক। কিন্তু দড়ি ছিড়ে পড়ে সে। রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন তেহট্ট থানার আইসি ও এসডিপিও। লকারের সামনে পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে তেহট্ট হাসপাতালে ভর্তি করেন তাঁরা।
খোয়া যাওয়া অর্থের পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।