
দ্য ওয়াল ব্যুরো: ভবন রয়েছে। রয়েছেন শিক্ষকরা। এবং ছাত্রও। কিন্তু অনুমোদন নেই। তাই প্রায় দেড় হাজার পড়ুয়া শুধুই ডিপ্লোমা কোর্স পড়তে পারেন ওল্ড মালদার নারায়ণপুরের গনিখান চৌধুরি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। বি টেক কোর্স চালুর দাবিতে গত ১৫ দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল প্রয়াত গনিখান চৌধুরির নামাঙ্কিত মালদার এই কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
একই দাবিতে এর আগেও অবশ্য আন্দোলন করেছেন পড়ুয়ারা। অনুমোদন না থাকায় বিটেক কোর্সে ভর্তি শুরু করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। তাই বিভিন্ন ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়ারা কোর্স শেষ করার পর বিপাকে পড়ে গিয়েছেন। বিটেক-এ ভর্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের অধীন এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা পি এ আলাপতি জানান, কলেজের জমি নিয়ে জটিলতা ছিল। জেলা প্রশাসনের সহযোগিতায় সেই জটিলতা কেটেছে। বিটেক কোর্সের জন্য মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অনুমোদন পাওয়া যাবে। জমির সমস্যা মিটিয়ে সব কাগজ পাঠানো হয়েছে। তাঁরা পরিদর্শনে আসবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, “সবরকম চেষ্টা করা হচ্ছে। এর ফল না দেখেই কিছু পড়ুয়া বিশৃঙ্খলা তৈরি করছে।”
ছাত্ররা অবশ্য আর অপেক্ষায় নারাজ। তাঁদের দাবি, আলোচনায় বসে গোটা পরিস্থিতি তাঁদের জানাতে হবে কর্তৃপক্ষকে।