
মালদ্বীপে বয়ফ্রেন্ডের সঙ্গে, লাল-কালো সুইমিং পোশাকে নজর কাড়ছেন দিশা পাটানি
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে আবারও ইনস্টাগ্রামে আগুন ঝরাচ্ছেন দিশা পাটানি। বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। আর তারই ছবি একের পর এক পোস্ট করে তাক লাগিয়ে দিচ্ছেন। এর আগেও বহু ‘হট’ ছবিতে তাক লাগিয়েছেন বাঘি ৩ এর নায়িকা।
ছুটিতে থাকাকালীন লাল-কালো স্যুইমসুটে ছবি পোস্ট করেন দিশা। কয়েক সেকেন্ডের মধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল তাঁর ছবি। মালদ্বীপের বালুচরে দাঁড়িয়ে নায়িকার ছবি, ফ্যানেদের হৃদয়ের ধুকপুকানিকে আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
খোলামেলা পোশাকে ইনস্টাগ্রামে ঝড় তুলতে দিশাকে বারবারই দেখা গেছে, এবারেও তার অন্যথা হয়নি! চোখে কালো সানগ্লাস, আর লাল কালো কম্বিনেশনের বিকিনিতে চমকে দিয়েছেন দিশা নেটিজেনদের।
দিশা একা নন, প্রেমিক অভিনেতা টাইগার শ্রফও এই মুহূর্তে মালদ্বীপেই রয়েছেন। তিনি তাঁর মতো করে ছুটি কাটাচ্ছেন। সেই ছবিও নায়ক পোস্ট করেছেন নিজের টাইমলাইনে। দিশা আর টাইগার একসঙ্গে কাজও করেছেন অনেকগুলো ছবিতে। যার মধ্যে অন্যতম হল বাঘি ২ আর বাঘি ৩।