
দ্য ওয়াল ব্যুরো: এমন নাচ যা দেখে যে কারও একজায়গায় স্থির থাকা মুশকিল। শরীর চুঁইয়ে পরছে লাস্য। শাড়ির পরলেও একপাশ থেকে কোমরের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে তুমুল পার্টিতে মজেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তারই দু এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, নেটপাড়ার মানুষদেরও নাচিয়ে তুলছেন নায়িকা।
পরনে সাদা, হলুদ রঙের চওড়া পাড়ের শাড়ি। আজরাখ প্রিন্টের ব্লাউজ। পার্টিতে নিজের বোনসহ, সমস্ত কাছের মানুষদের দেখা যাচ্ছে। খাওয়া-দাওয়া তো চলছেই, তার মধ্যেই পার্টি-প্রেমীদের অন্যতম জনপ্রিয় গান ‘টিপটিপ বরসা পানি’ গানে শরীর দোলালেন স্বস্তিকা। নাচের সঙ্গে অভিনয়ও তেমন! যেন বৃষ্টিতে ভিজেই শরীরের একপাশে নুয়ে পড়েছে কাপড়। দেখে মনে হবে যেন সিক্ত শরীরেই আগুন ঝরাচ্ছেন তিনি।

তার ঠিক একদিন পরেই আরও এক নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বস্তিকা। এবারে ‘টুম্পা সোনা’ গানের নাচে ঝড় তুললেন নায়িকা। একদিকে ক্যাপশনে টুম্পা নামের সমস্ত মেয়েদের ভালবাসা জানিয়েছেন, অন্যদিকে নাচের ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর ‘টুম্পা’ একজন ছেলেবন্ধু!
বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশে গেলে কোনও কিছুরই কি লিমিট থাকে! এখানেও বাঁধভাঙা আনন্দে মেতে উঠতে দেখা গেল তাঁকে। কখনও কাপড় মাথার উপরে তুলে, কখনও বা চুমু নিয়ে ক্যামেরার সামনে এগিয়ে আসতে দেখা গেল নায়িকাকে। ব্যক্তিত্বময়ী স্বস্তিকার এমন ছলাৎ ছলাৎ রূপ দেখে বাক্যহারা নেটিজেনরা।
এই ভিডিওর মধ্যেই বন্ধুবান্ধবীদের ধূমপান এবং মদ্যপান করতেও দেখা গিয়েছে। ভিডিওর মধ্যেই এক জায়গায় স্বস্তিকা লিখে দিয়েছেন, “প্রাণের টুম্পারা, প্লিজ ধূমপান করবেন না। এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।”