
দ্য ওয়াল ব্যুরো : একদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সনিয়া গান্ধী, অন্যদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিএসপির মায়াবতী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের সীতারাম ইয়েচুরি। জাতীয় ও আঞ্চলিক শক্তিগুলির শীর্ষ নেতাদের সমাবেশের মধ্যে শপথ নিলেন কর্নাটকের নতুন মুখমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এই শপথগ্রণের মধ্যে দিয়ে বিজেপি বিরোধী ঐক্যের চেহারা দেখল দেশ।
কুমারস্বামী বাদে উপমুখমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের জি পরমেশ্বর। কংগ্রেস মুখপাত্র কে সি বেণুগোপাল বলেন, কংগ্রেসের ২২ জন মন্ত্রী হবেন। জেডি এস থেকে হবেন ১২ জন। স্পিকার হবেন কংগ্রেস থেকে। ডেপুটি স্পিকার হবেন জেডি এস থেকে। কংগ্রেস জানিয়েছে স্পিকার হবেন রমেশ কুমার। জেডি এস এখনও জানায়নি ডেপুটি স্পিকার কে হবেন।
কুমারস্বামীর শপথের সময় রাজ্য জুড়ে ‘জনাদেশ বিরোধী দিবস’ পালন করছে বিজেপি। শপথ নেওয়ার পর কুমারস্বামী বলেন, জোট সরকারের প্রধান হিসাবে আমার কিছু বাধ্যবাধকতা থাকবে। শরিকদের সঙ্গে কথা বলে সব কাজ করতে হবে ।