
দ্য ওয়াল ব্যুরো: একদিকে সেফের বুদ্ধিদীপ্ত অভিনয়, অন্যদিকে ৬৩ বছরের ডিম্পল কাপাডিয়ার অনস্ক্রিন অ্যাপিয়ারেন্স দেখে একপ্রকার মুগ্ধই হয়েছেন সকলে। সিরিজে মা-ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দু’জনকে। সোমবার ‘তাণ্ডব’ সিরিজের টিজার মুক্তি পেয়েছে, যা দেখার ক্ষণিকের মধ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা।

সিরিজের কাহিনি সম্পর্কে কিছুটা ধারণা টিজারেই পাওয়া গেছে। ক্ষমতালোভী সেফ, তাঁর বাবার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়ে যাচ্ছেন। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছেন মা, ডিম্পল কাপাডিয়া। ঘটনার মধ্যে টুইস্ট আছেই। যা দেখার জন্য ন’টি এপিসোডেই চোখ রাখতে হবে। সেফ, ডিম্পল ছাড়াও নামকরা অভিনেতাদের মধ্যে রয়েছেন তিগমাঙ্গসু ধুলিয়া, কুমুদ মিশ্রা, মহম্মদ জিশান আয়ুব, সুনীল গ্রোভার, গৌহর খান, কৃতিকা কামরা, দিনো মরিয়া। টিজারেরই দেখা গেছে অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ের কয়েকটি ঝলক।
সিরিজ প্রসঙ্গে পরিচালক আলি আব্বাস জাফর বলেছেন, “‘তাণ্ডব’ দেখতে দেখতে ভাল-খারাপ, কালো-সাদার হিসেব কেউ করবেন না। এখানে সবটাই ধূসর।” তিনি এও জানিয়েছেন, “টিমের প্রতিটা মানুষ ভীষণ খেটেছেন সিরিজের জন্য। দেখে মনে হবে যেন আপনার সামনেই ঘটছে পুরো ঘটনা। তাছাড়া প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে চলেছি। একটু বেশি এক্সাইটেড এর জন্য।”