
দ্য ওয়াল ব্যুরো: হেনস্থা ও সে হেনস্থার ঘটনার ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার জেরে ভয়ে-লজ্জায়-অপমানে আত্মঘাতী ক্লাস ইলেভেনের এক ছাত্রী! মঙ্গলবার রাতে মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। এখনও কেউ গ্রেফতার হয়েছে বলে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে কিছু যুবকের হাতে হেনস্থা হতে হয় ওই ১৬ বছরের ওই ছাত্রী ও তার বন্ধুকে। তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল বলে জানা গেছে। শুধু তাই নয়, সেই হেনস্থার ছবি ও ভিডিও মোবাইলে রেকর্ড করে দুষ্কৃতীরা। এর পরে সোশ্যাল মিডিয়ায় তা আপলোডও করে দেওয়া হয় বলে অভিযোগ।
এই অপমানেই আত্মঘাতী হয়েছে কিশোরী মেয়ে, এমনটাই অভিযোগ করছেন ছাত্রীর বাড়ির লোকজন। নয়াবসত পার্বতী হাইস্কুলের ছাত্রী বাড়ি থেকে লুকিয়েই বিশেষ বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে ঘুরতে গেছিল। অভিযোগ, বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন যুবক তাদের আটক করে এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই ঘটনা ভিডিও রেকর্ডিংও করে তারা।
এর পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ও ফেসবুকে। পুলিশ জানিয়েছে, ভিডিওর কথা জানতে পারে ছাত্রীর বাড়ির লোকজনও। তাঁরা মেয়েটিকে বকাবকি করলে পরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ষোলো বছরের ওই ছাত্রী।

মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ছাত্রীর দেহ। চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে খবর দেওয়া হয়, পুলিশ দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য। হেনস্থা করা ও ভিডিও করা ওই যুবকদের খোঁজে চলছে তল্লাশি।