
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা রাজনৈতিক শত্রুঘ্ন সিনহা কি সত্যিই আরজেডি-তে যোগ দিচ্ছেন?
এই প্রশ্নে খুব সতর্কতার সঙ্গে জবাব দিয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তিনি শুধু বলেছেন, শত্রুঘ্ন সিনহা বিহারের গর্ব। তিনি যদি আরজেডি-তে যোগ দিতে চান, আমরা স্বাগত জানাব।
গতকালই তেজস্বীর আমন্ত্রণে ইফতার পার্টিতে যোগ দেন শত্রুঘ্ন। কিন্তু তিনি নিজে বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও তাঁদের জোটসঙ্গী জেডি-ইউয়ের ইফতার পার্টিতে যাননি। এক প্রশ্নের জবাবে বলেছেন, আমি তো জানি না জেডি ইউ ইফতার পার্টির আয়োজন করেছে।
তেজস্বীর ইফতার পার্টি সম্পর্কে শত্রুঘ্ন বলেন, লালুপ্রসাদ ও তাঁর পরিবারের সদস্যরা আমাকে ভালোবাসেন। কংগ্রেস-আরজেডি জোটকেও আমি সম্মান করি।
শত্রুঘ্নর আচরণে স্পষ্টতই অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা জানা যায়নি। কিন্তু বিহার বিজেপির প্রধান নিত্যানন্দ রাই বলেছেন, শত্রুঘ্নর শেষ ঘনিয়ে এসেছে।