
পুত্র সহ পুলিশ কর্তা আটক, তেলেঙ্গানায় কোয়ারেন্টাইন নিয়ম ভাঙার জের
ওই পুলিশ কর্তার ছেলে লন্ডন থেকে ফেরার পরে অনেক কাণ্ডই করেছেন। তিনি চুল কাটতে গিয়েছিলেন। একটি অনুষ্ঠানেও যোগ দেন। এছাড়াও জানা গিয়েছে, গত ১৯ মার্চ তিনি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় গিয়েছিলেন। এই সব জায়গায় তিনি কার কার সংস্পর্শে এসেছেন তাঁরও খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের কারণে গোটা দেশ লকডাউন। আক্রান্তদের কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করছে পুলিশ, প্রশাসন। সেখানে এক পুলিশ কর্তাই নিয়ম ভেঙেছেন। তিনি একা নন, তাঁর বিলেত ফেরত ছেলেও কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় অভিযুক্ত। তেলেঙ্গানা পুলিশ অবশ্য এ বিষয়ে কোনও ছাড় না দিয়ে বাবা ও ছেলেকে আটক করেছে।
জানা গিয়েছে, ডিএসপি পদমর্যাদার ওই পুলিশ অফিসারের ২৩ বছরের ছেলে গত সপ্তাহেই লন্ডন থেকে ফেরেন। এর পরে তাঁর শারীরিক পরীক্ষা হলে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। তাঁদের হাসপাতালের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু তাঁরা তা মানেননি বলে জানিয়েছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী এতালা রাজেন্দ্র। তিনি বলেন, ভদ্রাদ্রি-কোঠাগুদেম জেলার ডিএসপি এসএম আলি এবং তাঁর ছেলেকে প্রশাসনের পক্ষে কড়া নির্দেশ দেওয়া সত্বেও তাঁরা তা মান্য করেননি। এর জন্য তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। এর পরেই আটক করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র আরও বলেন, “এটা কোনও ব্যক্তিগত বিষয় নয়। একজন আইন ভাঙা মানে অনেকের ভয় বাড়িয়ে দেওয়া। তাই এই ব্যাপারে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙলে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”
ওই পুলিশ কর্তার ছেলে লন্ডন থেকে ফেরার পরে অনেক কাণ্ডই করেছেন। তিনি চুল কাটতে গিয়েছিলেন। একটি অনুষ্ঠানেও যোগ দেন। এছাড়াও জানা গিয়েছে, গত ১৯ মার্চ তিনি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় গিয়েছিলেন। এই সব জায়গায় তিনি কার কার সংস্পর্শে এসেছেন তাঁরও খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ।
দেশের অন্যান্য প্রান্তের মতো তেলেঙ্গানাতেও লকডাউন চলছে। বন্ধ রয়েছে যান চলাচল। রাজ্যের কাছে একটা বড় চিন্তার বিষয় হয়ে রয়েছে বিদেশ থেকে আসা মানুষেরা। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন ১ মার্চের পরে প্রায় ২০ হাজার মানুষ বিদেশ থেকে রাজ্যে এসেছেন।