
দ্য ওয়াল ব্যুরো: চোখে মুখে ভয়, আতঙ্ক। অবসাদের ছাপ পড়েছে মুখে। ভয়ে যদিও সিঁটিয়ে যাননি। উন্মাদের মতো মনে করতে চাইছেন হারিয়ে যাওয়া স্মৃতি। এমন এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন,যার পর সমস্ত সুখস্মৃতি হারিয়ে যায় মিরার। কিন্তু তারপর?
তারপর কী হবে সেটা জানার জন্য আপাতত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিণীতি চোপড়ার পরবর্তী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। পরিচালক রিভু দাশগুপ্তের এই সিনেমায় পরিণীতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অদিতি রাও হায়দারি, কির্তী কুলকার্নিকে। গতকালই এর টিজার রিলিজ হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই নেটফ্লিক্সের ‘দ্য মোস্ট অ্যাওটেড’ সিনেমাগুলোর মধ্যে প্রথমস্থানে চলে এসেছে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’।
২০১৫ সালে পওলা হকিনসের লেখা বেস্ট সেলার থেকেই ২০১৬ সালে হলিউডে তৈরি হয়েছিল ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। সেই ছবির কাহিনি অনুসারে হিন্দিতে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিরা ওরফে পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়ার মতো প্রাণোচ্ছ্বল অভিনেত্রী কতটা এক্সাইটেড সেটার আন্দাজ ইতিমধ্যেই অনেকে করতে পেরেছেন। সদ্য টুইটারে পরিণীতি লিখেছেন, “টিজার রিলিজ হতে না হতেই দ্য মোস্ট অ্যাওটেড ফিল্মের মধ্যে পড়ে গেল! আমি ভীষণ এক্সাইটেড। আবার নার্ভাসও।” অন্যদিকে অদিতি রাও হায়দারি, নেটফ্লিক্সের অরিজিনাল পেজ থেকেও শেয়ার করা হয়েছে এর টিজার। ইতিমধ্যেই পরিণীতির অভিনয় নিয়ে বেশ চর্চা চলছে বিভিন্ন মহলে। বলাই বাহুল্য, বহুদিন পর তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন বহু মানুষ।