
দ্য ওয়াল ব্যুরো: বিদ্রোহরত কৃষকদের এখনও কোনও সমাধানসূত্র দিতে পারেনি সরকার। আইন প্রত্যাহারের দাবি থেকে এক চুলও নড়েননি আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীও বারবারই দাবি করছেন, এ আইন কৃষকদের ভালর জন্যই। কোনও কথায় কান না দিয়ে শীতের দিল্লিতে আপসহীন ভাবে মাটি কামড়ে পড়ে রয়েছেন কৃষকরা। এবার তাঁদের অবস্থান আরও একটু জোর পেল। আক্ষরিক অর্থেই শক্তি বাড়ল তাঁদের। কারণ প্রতিবাদী কৃষকদের পাশে এবার কুস্তিগীর দ্য গ্রেট খালি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। নীচে ক্যাপশন দিয়েছেন “জয় জওয়ান, জয় কিষান”। ভিডিওয় দেখা যায়, খালি নিজে পৌঁছে গেছেন বিক্ষোভস্থলে। স্লোগান দিচ্ছেন, শক্তি জোগাচ্ছেন কৃষকদের। ভরসা দিচ্ছেন, তাঁদের জয় হবেই।
এ দিন তিকরি সীমানায় কৃষকদের যে ‘দিল্লি চলো’ আন্দোলন আয়োজিত হয়েছিল, তাতেই যোগ দিয়েছেন খালি। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, সরকারের নৈতিক কর্তব্য কৃষকদের স্বার্থ দেখা। তিনি নিজে সবরকম ভাবে আন্দোলনকারী কৃষকদের পাশে রয়েছেন। তাঁর স্পষ্ট কথা, “কৃষকরা ৬ মাসের রেশন নিয়ে ময়দানে নেমেছেন, তাঁরা হার মানবেন না। এই সময় সরকার কৃষকদের দাবি মেনে নিক।”
The Great Khali joins Farmers' Protest at Tikri Border … pic.twitter.com/d6fWRqZxR1
— Supriya Bhardwaj (@Supriya23bh) December 2, 2020
পাশাপাশি খালি জানান, এ দেশের প্রতিটি মানুষ কৃষকদের কাছে ঋণী। তাঁদের এই বিপদের মুখে ফেলা উচিত নয়। এ সমস্যা গোটা দেশের কৃষকদের। ফলে এতে দেশেরই ক্ষতি হবে। কৃষির অচলাবস্থা কখনওই কাম্য নয়। তাই কৃষকদের দাবিদাওয়া সরকার মন দিয়ে শুনে একটা সমাধান বার করুক।
গোটা উত্তর ভারতে খালির জনপ্রিয়তা কম নয়। তিনি এদিন বলেন, “এইসব আইনে দিনমজুর, দোকানদারদেরও ক্ষতি হবে, ভুগবেন সাধারণ মানুষও। আমি সবাইকে বলব, কৃষকদের দাবিগুলি যাতে কেন্দ্র মানতে বাধ্য হয়, সেজন্য তাঁদের পাশে থাকুন। হরিয়ানা, পঞ্জাবের কৃষকদের সামলানো কেন্দ্রের পক্ষে কঠিন হবে।”