
দ্য ওয়াল ব্যুরো: পশু, পাখির প্রতি নিজের সন্তানের মতোই ভালবাসা থাকে কিছু মানুষের। শারীরিক অসুবিধার কারণে অনেকেই বায়োলজিক্যাল মা-বাবা হতে পারেন না। কিন্তু কুকুর, বিড়ালদের সঙ্গে নিয়েই তাঁরা ‘প্রাউড ফ্যামিলি’ গড়ে তোলেন। কিন্তু এত পশুর মধ্যে কুকুর অনেকের আবার ভীষণ প্রিয়। কুকুরের স্বভাব, আবেগ, বিশ্বস্ততা, মানুষের ভালবাসা যেন আদায় করে নেয়। কিন্তু তাই বলে একেবারে বিয়ে দিতে চাইবেন!
কুকুর না খেলার পুতুল! কুকুরের মালায়ালি সাজের ছবি দেখে মন্তব্য করেছেন বহু মানুষ। ছোটবেলায় পুতুল খেলার সময়, অনেকেই পুতুলের বিয়ে দিতেন। তারই এক ছায়া বহু মানুষ দেখতে পেলেন এই ঘটনায়। পোষ্যের বিয়ে দিতে চান মালিক। তাই পাগের ছানার পরনে সাদা কেরালা কটন ধুতি, উপরে গোলাপি রঙের জামা। সামনে কলাপাতায় সাজানো হরেক রকমের প্রিয় খাবার।
ছবির ক্যাপশনে মজা করে পোষ্যের মালিক লিখেছেন, “নিজেদের সুন্দরী পাত্রীর জন্য যদি কেউ হ্যান্ডসাম মালায়ালি পাত্রের খোঁজে থাকেন, জানাবেন!” ছবিটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিকবার শেয়ার করা হয়েছে। ভাইরাল পোস্টের নীচে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। দেখতে ভীষণ মিষ্টি লাগলেও, কুকুর ছানাটিকে জোর করে কেন সাজানো হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
এটিই প্রথমবার নয়। এর আগেও কুকুর, বিড়াল ছানাদের সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বহু মানুষ। কখনও ভারী ভারী গয়না, কখনও শাড়ি পরিয়ে ছবি তুলেছেন অনেকে। কিন্তু জোর করে এভাবে পশুদের উপর ‘চাপিয়ে’ দেওয়ায় তীব্র সমালোচনা করেন কেউ কেউ। এবারেও অন্যথা হল না।