
দ্য ওয়াল ব্যুরো: ‘পায়ে পড়ি বাঘ মামা…!’
বাঘের সমাদর রয়েছে সর্বত্র, কোথাও মামা আবার কোথাও বেড়ালের আত্মীয়! কিন্তু এখানে বাঘকে নিয়েই ঘটে যত বিপত্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভীষণরকমভাবে ভাইরাল হয়েছে একটি বাঘের ভিডিও। বাঘের কীর্তি দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। একটি বাঘ দাঁত দিয়ে কামড়ে ধরেছে একটি সাফারি ভ্যানকে, বেঙ্গালুরুর ব্যানারঘাট্টা বায়লোজিক্যাল পার্কে ঘটেছে এই ঘটনা। আর তারই ভিডিও ভাইরাল হয়েছে।

বাঘের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেন মোনা প্যাটেল নামের একজন ট্যুইটার ব্যবহারকারী। তিনি ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করেন। দেড়-মিনিটের এই ক্লিপে দেখা গেছে, সাফারি ভ্যানটিকে বাঘই যেন টেনে নিয়ে যাচ্ছে, ঘুরে দেখাতে চায়ছে নিজের সাম্রাজ্য! আবার অনেকেই এই টুইট দেখে লেখেন যে বাঘে মোটেও গাড়িটা টানছে না, বরং গাড়ির চালকই ওটা টেনে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি শেয়ার করার সময় মোনা ক্যাপশনে লেখেন, “বেঙ্গালুরুর ব্যানারঘাট্টা পার্কে বাঘ টানছে পর্যটকদের সাফারি ভ্যান”; যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
Tiger pulling tourist vehicle in Bannerghatta park , Bengaluru
😣
Recieved on whatsapp pic.twitter.com/TfH8mAiN2b— Mona Patel (@MonaPatelT) January 15, 2021
মোনাদেবীর পোস্ট করা ভিডিওটি তিন দিনের মধ্যে ১৮,০০০-এর বেশি লোক দেখেছেন, সেই সঙ্গে কমেন্টও করেছেন বহুমানুষ। এখানে একজন কমেন্টে লেখেন ,”বাঘটি খুবই ক্ষুধার্ত, ওর গায়ের হাড় দেখেই বোঝা যাচ্ছে!” এই ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হলে, পার্কের এক্সিকিউটিভ পরিচালক বনশ্রী বিপিন সিং বলেন, “ভিডিওটি দু’মাস আগের, তবে এখানকার বাঘেরা মানুষের উপস্থিতিতে অভ্যস্ত।”
বনশ্রী আরও বলেন যে, “গাড়ির ব্যাটারির সমস্যার কারণেই গাড়ির চালক গাড়িটি চালাতে পারেননি। গাড়িটাকে থেমে থাকতে দেখেই, বাঘটি খেলার জন্য বেরিয়ে আসে আর খেলতে শুরু করে। পরে উদ্ধারকারী দল এসে গাড়িটিকে নিয়ে যায়।” তিনি আরও যোগ করেন, “তবে বাঘটি মোটেও আক্রমণাত্মক নয়, না হলে গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে সে পর্যটকদের আক্রমণ করতো।”