‘পরাক্রম’, ‘দেশনায়ক’, নাকি ‘দেশপ্রেম’, কী দিয়ে বুঝব নেতাজিকে
শ্যামলেশ ঘোষ
নেতাজি জন্মজয়ন্তীর নামকরণ নিয়ে গোল বেধেছে। নেতাজি জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২৩ জানুয়ারির সংবাদপত্র মারফত সেই ঘোষণা সম্বলিত সরকারি বিজ্ঞাপন পৌঁছেও গিয়েছে আমজনতার কাছে। আবার নেতাজি জন্মজয়ন্তীকে…