দিদির নির্দেশ, আদিবাসী বাড়ির দাওয়ায় বসে নৈশভোজ সারলেন বেচারাম মান্না
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার অক্ষরে অক্ষরে তা পালন করতে ময়দানে নামলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। গজা গ্রামে আদিবাসী পাড়ায় চৈতন হাঁসদার বাড়িতে নৈশ ভোজ করেছেন তিনি। তারপরেই…