গাড়ির চাকায় উঠে আসছে পিচ, জামালপুরে রাস্তা তৈরির কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আঙুলের আঁচড় দিলেই উঠে আসছে সদ্য তৈরি হওয়া রাস্তার পিচ ও পাথরের আস্তরণ। রাস্তার উপর দিয়ে ট্রাক্টর কিংবা মোটরবাইক চালিয়ে কেউ গেলেও চাকার সঙ্গে পিচ ও পাথরের আস্তরণ উঠে চলে আসছে। এমন নিম্নমানের রাস্তা তৈরির…