‘মমতা আহমেদকে বলে গেছে ওরা দুটো আসনেই লড়বে…’
শঙ্খদীপ দাস
তারিখটা ঠিক মনে নেই। ২০০৮-এর জুলাই মাসের গোড়ার দিকে কোনও একদিন হবে। রাত তখন সওয়া ১২ টা। প্রণববাবু বললেন, "তুই আর একটু বসে যা। আহমেদ আসবে। ও এলে তার পর যাবি।" এত রাতে?
প্রণববাবুর চোখে মুখে তখন ক্লান্তি। পিঠটা চেয়ারে আর একটু…