অংশুমান করের কবিতা
ছায়া
রহস্যের আর এক নাম হল ছায়া
যখন সে ঘনাইছে বনে বনে
তখন সে যতটুকু আষাঢ়-শ্রাবণের, ততটুকুই রবীন্দ্রনাথের।
আবার গাছের হলে তা যতখানি কাঠবিড়ালির
ততখানিই পথিকের।
নেতার হলে চলতে হবে তার পিছু পিছু
আর, হায়, দলিতের হলে পাপ, মাড়ালেই।
শত্রুর হলে…