লেখার জন্য কাঠগড়ায় দাঁড়িয়েছেন ৬ বার, বিতর্ক তাড়া করেছে আজীবন, তবু হার মানেননি মান্টো
শাশ্বতী সান্যাল
ধর্ম, সমাজ, রাষ্ট্র- সবাই একদিন খারিজ করেছিল তাঁকে। কিন্তু সাহিত্যিকের কাজ শুধু সময়ের কাছে একনিষ্ঠ থাকা। সেই সময়ের জীবন্ত বাস্তব দলিল তুলে ধরা। সে বাস্তব যদি খারাপ হয়, অশোভন হয়, অশ্লীল হয়, তবু সেই বাস্তবকে নগ্নভাবে লিখে…