চোটের কারণে নেই সন্দেশ, খালিদ জামিলের দলের বিপক্ষে কাল হাবাসের ভরসা সেই কৃষ্ণই
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে শনিবার নামছে এটিকে-মোহনবাগান। সামনে খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। এই ভারতীয় কোচের তালিমে পুরো বদলে গিয়েছে জন আব্রাহামের দল। একটা সময় ইস্টবেঙ্গলের কোচ থাকার সময় খালিদ জামিলের বিরুদ্ধে সবুজ…