নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে সিআইডির জালে আরও দুই, সূত্র পেতে লাগাতার জেরা
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিমতিতা বিস্ফোরণকাণ্ডের তদন্তে বড় সাফল্য গোয়েন্দাদের। গ্রেফতার করা হল আরও দুজনকে। ঝাড়খণ্ড থেকে পাকরাও করা হয়েছে শাহিদুল ইসলাম নামের এই যুবককে। ধৃত অপর যুবকের নাম আবু সামাদ তার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে।…