নেটিভ ভারতীয়, সে নাকি মেয়ের ‘বস’! সুভাষের সঙ্গে দেখা করতে গেছিলেন এমিলির বাবা
শাশ্বতী সান্যাল
ভারতের রাজনীতি তথা জাতীয় ইতিহাসে তাঁর প্রাসঙ্গিকতা কোনও দিনই ম্লান হবে না। একটা গোটা জাতিকে লড়তে শিখিয়েছেন তিনি। শিখিয়েছেন মেরুদণ্ড টানটান করে অন্যায়ের চোখে চোখ রেখে দাঁড়াতে। তিনি আর কেউ নন, স্বয়ং 'নেতাজি' সুভাষ চন্দ্র বসু।…