দাঁত উপড়ে, ঠোঁট টেনে, মুখে বসানো চাকতি! সৌন্দর্যের নামে এই বর্বর প্রথার শেষ চায় জনজাতি
তিয়াষ মুখোপাধ্যায়
প্রথমে একে একে ভেঙে ফেলা হয় নীচের পাটির সব ক'টি দাঁত। তার পরে মুখের মধ্যে গোল বা চৌকো একটা বড় চাকতি ঢুকিয়ে দেওয়া হয় জোর করে। তার পরে নীচের ঠোঁট জোর করে টেনে, যতটা সম্ভব বড় করে, ঠোঁটের সঙ্গে আটকে দেওয়া হয় সেই চাকতি।…