পুলওয়ামা ফের জাগালো বারামুলার শোক, শোকের জলে ভাসছেন জয়জিতের বাবা মা
বিমল বসু, উত্তর ২৪ পরগনা : শোক শুকায়নি। নেভেনি আগুনও। তিন বছর ধরে চাপা দেওয়া আছে শুধু। পুলওয়ামা এক ধাক্কায় সরিয়ে দিয়ে গেল সেই ঢাকনাকে। ফের বাঁধ ভাঙল চোখের জলের।
২০১৬ সালের ১৭ অগস্ট। খবর এসেছিল একমাত্র ছেলে ঝাঁঝরা হয়ে গিয়েছে জঙ্গিদের…