গুজরাতে পুরভোটে অনেক এগিয়ে বিজেপি, করুণ অবস্থা কংগ্রেসের
দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে পাঞ্জাবে পুরভোটে খারাপ ফল হয়েছিল বিজেপির। এরপর গত ২১ ফেব্রুয়ারি গুজরাতের ছ'টি পুরসভায় ভোট হয়। তার গণনা শুরু হয় মঙ্গলবার সকাল ন'টা থেকে। তার কিছুক্ষণের মধ্যে দেখা যায়, বিরাট লিড পেয়েছে বিজেপি। ছ'টি পুরসভাতেই…