জেল হাসপাতাল থেকে পলাতক জঙ্গি বুখারি হত্যায় জড়িত, বলছে পুলিশ
দ্য ওয়াল ব্যুরো : গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগরে সরকারি হাসপাতাল থেকে পালিয়েছিল এক জঙ্গি। তার নাম নাভিদ জাট। সেই নিয়ে হইচই হয়েছিল ব্যাপক। রাজ্যের শীর্ষস্থানীয় জেলকর্তা এস কে মিশ্রকে সরতে হয়েছিল। এবার সাংবাদিক শুজাত বুখারি হত্যায় ফের শোনা গেল…