সিবিআইয়ের পর আইকোর মামলার তদন্তে এবার ইডি, নোটিস প্রয়াত কর্তার স্ত্রীকে
দ্য ওয়াল ব্যুরো: আইকোর চিটফান্ড সংস্থার দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করছিলই। এবার তাতে যুক্ত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। আইকোরের কর্ণধার প্রয়াত অনুকূল মাইতির স্ত্রীকে হাজিরা দেওয়ার জন্য তলব করল ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩…