‘খেতে দিত না, অনাহারে অসুস্থ হয়ে পড়ি,’ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সন্ন্যাসিনীর
দ্য ওয়াল ব্যুরো: হাত প্ল্যাকার্ড। তাতে লেখা—ন্যায় বিচার চাই। অসুস্থ শরীরেও ধর্নায় বসেছেন সন্ন্যাসিনী। সিস্টার লুসি কালাপুরা। গত বছর অগস্টে যাঁকে জোর করে চার্চ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন কর্তৃপক্ষরা। প্রতিবাদের ভাষা যে কতটা ভয়ঙ্কর হতে…