রসিকা জৈন মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য, পুলিশের হাতে এল ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আলিপুর নিবাসী ধনী শিল্পপতির মেয়ে রসিকা জৈন মৃত্যুতে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় রসিকার। পরের দিন খবর জানতে পারেন রসিকার পরিবারের লোকজন। গোটা ঘটনাটাই ধামাচাপা…