কোভিড ঠেকাতে নাইট কার্ফু হরিয়ানাতে
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার হরিয়ানায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৪৪০ জন। সোমবার হরিয়ানা সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ জানালেন, এদিন থেকেই রাজ্যে জারি হবে নাইট কার্ফু। রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। অতিমহামারী শুরু হওয়ার…