‘অস্ট্রেলিয়ায় ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকলে অসুবিধেটা কী?’ বোর্ডের উলটো সুর সৌরভের কথায়
দ্য ওয়াল ব্যুরো : তিনি যা মনে করেন, তাই বলে দেন। কে কী ভাবল, অত ভাবেন না। তিনি রয়েছেন ভারতীয় বোর্ডের শীর্ষ পদে, অথচ সভাপতি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের একেবারে বিপরীত অবস্থান নিলেন।
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া সফরে ভারতীয়…