শরীরের মতোই ভেঙেছে পুতুলের বাক্স, উত্তরসূরির অপেক্ষায় দিন কাটে ইটাহারের চদর বদর শিল্পী ডমন মুর্মুর
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: প্রকৃতির সন্তান ওঁরা। নদী-পাহাড়-জঙ্গলের সঙ্গে জড়িয়ে থাকে ওঁদের জীবন। তাই গলায় খেলে মাটির সুর। যা কিছু সহজ, তাই ওঁদের সংস্কৃতি। লোকায়ত এই সংস্কৃতিকে হাতিয়ার করেই অশুভর বিরুদ্ধে লড়াই করেন ওঁরা, গেয়ে ওঠেন…