ভারতে পাঁচটি রাজ্যে বিক্রি হবে টেসলার গাড়ি, তৈরি হবে কারখানাও, জানালেন ইলোন মাস্ক
দ্য ওয়াল ব্যুরো : 'অ্যাস প্রমিসড'। মাত্র এই দু'টি শব্দ টুইটারে পোস্ট করেছেন ধনকুবের ইলোন মাস্ক। তার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন, ভারতে টেসলা-র ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থেকে তিনি সরে আসেননি। মঙ্গলবারই বেঙ্গালুরুতে অফিস খুলেছে টেসলা। এর পরেই…