রাহুল গান্ধীর ‘সিক্স প্যাক’! ফিটনেস টিপস চাইছেন সকলে
দ্য ওয়াল ব্যুরো: ভেজা শরীরে সেঁটে রয়েছে নীল টি-শার্ট। পেটের কাছের পেশি যেন খাঁজে খাঁজে সিক্স প্যাক। নির্মেদ চেহারায় ঠিকরে বেরোচ্ছে টি-শার্ট ফুঁড়ে। না, কোনও বলি অভিনেতা বা অ্যাথলিটের চেহারা নয়, এমন সিক্স প্যাক ফুটে উঠতে দেখা গেছে কংগ্রেস…