উত্তর প্যাঙ্গং থেকে জেটি-হেলিপ্যাড সরাচ্ছে চিন, যুদ্ধট্যাঙ্ক নিয়ে পিছিয়ে আসছে ভারতীয় সেনা
দ্য ওয়াল ব্যুরো: প্যাঙ্গং রেঞ্জের ফিঙ্গার পয়েন্ট ৫ থেকে যাবতীয় যুদ্ধ সরঞ্জাম সরিয়ে নিয়ে যাচ্ছে চিনের বাহিনী। ভারতীয় সেনা সূত্রে খবর মিলেছে এমনটাই। ফিঙ্গার পয়েন্ট ৫ প্যাঙ্গং হ্রদের উত্তর সীমা বরাবর রয়েছে। ওই এলাকায় নিজেদের জেটি ও হেলিপ্যাডও…