৭ লাখ! এ যে প্রত্যাশার চেয়েও বেশি, চুরির টাকার অঙ্ক দেখে হার্ট অ্যাটাক চোরের!
দ্য ওয়াল ব্যুরো: এও কখনও হয়? কিন্তু সত্যিই হয়েছে এমনটা। চোরের হার্ট অ্যাটাক হয়ে গেল একসঙ্গে এতগুলো টাকা দেখে! যা পাবে বলে ভেবেছিল, চুরির টাকার পরিমাণ তার চেয়েও বেশি দেখে আনন্দ, খুশিতে এতটাই ডগমগ হয়ে ওঠে চোর যে, হৃদকম্প শুরু হয়ে যায়।…