ব্ল্যাকহেডস ফিরে ফিরে আসে? ভরসা রাখুন ঘরোয়া টোটকায়
দ্য ওয়াল ব্যুরো: আমরা যতই ফেসিয়াল করাই, যতই স্ক্র্যাব করি না কেন ব্ল্যাকহেডস সেই আবার ফিরে আসে। মাঝখান থেকে স্কিনের বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস তুলতে যে ব্যথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম। যদি কোনো ম্যাজিক থাকতো যাতে…